প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১৩:২৯
বসুন্ধরা সিটিতে নাজাত ফ্যাশনের নতুন আউটলেট

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনপ্রিয় মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড ‘নাজাত’ ফ্যাশনের আউটলেট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ মার্চ) প্রতিষ্ঠানটির নিজস্ব শপে (লেভেল ৫, ব্লক-ডি, শপ ৩৩-৩৪) এক গ্র্যান্ড ওপেনিংয়ের আয়োজন করা হয়।
গ্রান্ড ওপেনিংয়ে ক্রিয়েটিভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশাহেদ হাসান, জনপ্রিয় নন গ্লামারস অভিনেত্রী অহনা রহমান, মডেস্ট ফ্যাশন ব্লগার এবং ইনফ্লুয়েন্সার তাসনুভা হৃদি, জনপ্রিয় ফুড ও লাইফস্টাইল ব্লগার ফাবিয়া হাসান (ফুড আপ্পি), নাজাত ফ্যাশনের সিইও খালিদ সাইফুল্লাহসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারি এবং বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জনপ্রিয় নন গ্লামারস অভিনেত্রী অহনা রহমান বলেন, নাজাত ফ্যাশন সব সময় ভিন্নধর্মী আর ভালো পোশাক গ্রাহকদের দেওয়ার জন্য সচেষ্ট থাকে। সবচেয়ে ভালো দিক হলো, দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ভালো মানের বোরকা নাজাত ফ্যাশন সরবরাহ করে থাকে। তাদের পথচলা শুভ হোক।
মডেস্ট ফ্যাশন ব্লগার এবং ইনফ্লুয়েন্সার তাসনুভা হৃদি বলেন, নাজাত ফ্যাশনের বোরকা আমি দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছি। এক কথায় নাজাত ফ্যাশনের বোরকার গুণগত মান যথেষ্ট ভালো। আর তারা বিশ্বমানের প্রোডাক্ট সরবারহ করে থাকে। প্রতিটি কাজের কোয়ালিটি ১০০% নিশ্চিত করে বলেই আমিও নাজাত ফ্যাশনকে লাখো কোটি মানুষের সামনে তুলে ধরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাদের জন্য শুভ কামনা।
এ সময় জনপ্রিয় ফুড ও লাইফস্টাইল ব্লগার ফাবিয়া হাসান বলেন, আমরা চাই নাজাত ফ্যাশনের মতোই আন্তর্জাতিক মান বজায় রেখে দেশে বিশ্বমানের আরও আউটলেট আসুক। নাজাত ফ্যাশন সাধারণ মানুষকে ভালো মানের পোশাক সরবরাহ করে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখুক, এটাই চাওয়া।
অনুষ্ঠানে ক্রিয়েটিভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশাহেদ হাসান বলেন, প্রিয় গ্রাহক, শুভানুধ্যায়ী ও ফ্যাশনপ্রেমী সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের নাজাত ফ্যাশন এবার দেশের অন্যতম বৃহত্তর শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রথম এক্সক্লুসিভ আউটলেট নিয়ে এসেছে। সুনিপুণভাবে যতেœর সঙ্গে আন্তর্জাতিক মানের কারিগরদের দ্বারা তৈরি বাহারি ডিজাইনের বোরকার জন্য এখন নাজাত ফ্যাশন কাস্টমারদের কাছে ভরসার আরেক নাম। আমরা এর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সবচেয়ে সাশ্রয়ী দামে কাস্টমারদের ডিজাইনার কোয়ালিটি মডেস্ট ওয়্যার উপহার দিতে এবং মুসলিম নারীদের জন্য হজ্জ্ব ও ওমরাহ’র পোশাকের ওয়ান স্টপ সলিউশন হিসেবে নাজাত পোশাক সরবরাহেও কাজ করছে। অনলাইনের পাশাপাশি কাস্টমার যেন সরাসরি প্রডাক্ট দেখে নিতে পারেন, সেই পথকে আরও সুগম করতে আজ নাজাত ফ্যাশন প্রথম আউটলেট নিয়ে এসে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তার যাত্রা শুরু করল। প্রথম ৭ দিন ২০ শতাংশ ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন যে কেউ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে সঠিক দামে আধুনিক ডিজাইন ও বেস্ট কোয়ালিটির বোরকা সরবরাহ করে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে নাজাত ফ্যাশন। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের প্রথম আউটলেট উদ্বোধন হলো।