বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০২ জুন ২০২৩, ২৩:৩৬

পিটিআইয়ের সভাপতি গ্রেপ্তার

পিটিআইয়ের সভাপতি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাপতি চৌধুরী পারভেজ এলাহি লাহোর থেকে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার লাহোরের গুলবার্গ এলাকায় তার বাসভবনের কাছ থেকে তিনি গ্রেপ্তার হন। খবর ডনের।

এলাহির মুখপাত্র ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় এলাহিকে গ্রেপ্তার করা হয়।

ইকবালের অভিযোগ, ওই সময় পারভেজ এলাহির সঙ্গে থাকা নারীদের প্রতিও দুর্ব্যবহার করা হয়েছে।

গত সপ্তাহে স্বাস্থ্য সমস্যা উল্লেখ করে এলাহি দুর্নীতিবিরোধী আদালতে যেতে পারেননি। এ কারণে তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করা হয়। এর পরই তাকে গ্রেপ্তার করা হলো।

গুজরাট জেলার জন্য বরাদ্দ করা উন্নয়ন তহবিল আত্মসাতের সঙ্গে সম্পর্কিত ৭০ মিলিয়ন রুপির দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করার কথা ছিল। দুর্নীতি দমন আদালতের বিচারক এলাহির বুকে ব্যথা অনুভব করার দাবি করে তার মেডিকেল সনদ জাল ঘোষণা করেন।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর বলেন, এলাহিকে দুর্নীতিবিরোধী পুলিশ একটি দুর্নীতির মামলায় খুঁজছিল। পিটিআই সভাপতি তার বাসভবন থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তার গাড়ি আটক করে হেফাজতে নেয়।

মন্ত্রী আরও বলেন, গ্রেপ্তার পিটিআই সভাপতিকে আদালতে হাজির করা হবে। এরপর তার আইনি দলকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে।

পিটিআই নেতার মুখপাত্র বলেছেন, এলাহির ছেলে রাসিখ এবং পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ (পিএমএল-কিউ) সভাপতি চৌধুরী সুজাত হুসেনের বোন গ্রেপ্তারের সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়