প্রকাশ : ২৯ মে ২০২৩, ২৩:১১
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান
অনলাইন ডেস্ক
তৃতীয় মেয়াদে ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান। রবিবার (২৮ মে) দেশটি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ খবর অনুযায়ী বুথফেরত ফলে ৫২ দশমিক ৫ শতাংশ ভোটে এরদোগানকে জয়ী ঘোষণা করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
তুরস্কের নির্বাচন কমিশনের বুথফেরত ফলের ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইতোমধ্যে প্রায় ৯৩ শতাংশ ভোটগণনা শেষে হয়েছে। এতে এরদোগান পেয়েছেন প্রায় ৫২ দশমিক ৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু পেয়েছেন প্রায় ৪৭ দশমিক ৫ শতাংশ। দেশটিতে প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রার্থীর অন্তত ৫০ শতাংশ ভোট দরকার হয়।