রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ২৫ মে ২০২৩, ০৪:৩৭

পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে

পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে
অনলাইন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্বকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিয়ে একটি রিপোর্ট পেশ করে তিনি কথা বলেন। তিনি বলেন, বিশ্ব জুড়ে করোনাভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে বলে মনে হলেও তা নয়। এর আরেকটি উপরূপ হানা দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এছাড়া করোনার চেয়েও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। খবর- এনডিটিভি।

তিনি আরও বলেন, পরবর্তী মহামারি যখন আঘাত হানবে তখন আমাদের অবশ্যই সিদ্ধান্তমূলক, সম্মিলিতভাবে ও ন্যায়সঙ্গতভাবে পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুত থাকতে হবে।

চলতি মাসের শুরুতে করোনাভাইরাস মহামারি আর ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ নয় বলে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়