বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ২১ মে ২০২৩, ০৩:৫৯

রুশ নাগরিকদের কথা রাশিয়া ‘শুনছে না’, শুনবে সিআইএ

রুশ নাগরিকদের কথা রাশিয়া ‘শুনছে না’, শুনবে সিআইএ
অনলাইন ডেস্ক

রাশিয়ার যেকোনো তথ্য দেওয়ার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওতে মার্কিনিরা এই আহ্বান জানানোর পরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে মস্কো। বলেছে, তারা পশ্চিমা গুপ্তচর কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে।

রুশ ভাষায় তৈরি সিআইএ’র ভিডিওটিতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক কর্মকর্তা, গোয়েন্দা বিশেষজ্ঞ, কূটনীতিক, বিজ্ঞানী এবং দেশটির অর্থনীতি ও নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকা যে কারও কথা শুনতে আগ্রহী মার্কিন গোয়েন্দা সংস্থাটি।

ভিডিওটিতে লেখা রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সম্ভবত আপনাদের আশপাশের লোক সত্যটা শুনতে চায় না। কিন্তু আমরা চাই।

এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার স্বদেশী নাগরিদেরকে ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া রুশ পার্লামেন্ট গত মাসেই রাষ্ট্রদ্রোহের শাস্তি ২০ বছর থেকে বাড়িয়ে আজীবন কারাদণ্ড করার পক্ষে ভোট দিয়েছে।

সিআইএ’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং মেসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশ করা হয়েছে ভিডিওটি। এতে একটি পুরুষ কণ্ঠ বীরত্ব ও সহনশীলতার অর্থ কী তা ব্যাখ্যা করার চেষ্টা করেন। এতে দেখা যায়, একাকি মানুষজন কোনো সিদ্ধান্ত নিতে সমস্যায় ভুগছেন।

কণ্ঠটি বলে, আমরা সহজেই মিথ্যা দিয়ে প্রভাবিত হই। কিন্তু আমরা জানি, আমাদের বাস্তবতা কী। আমরা কোন বাস্তবতায় বাস করি। আর কোন বাস্তবতা নিয়ে আমরা ফিসফিস করে কথা বলি।

ভিডিওর শেষাংশে একজন পুরুষ এবং একজন নারীকে আলাদা আলাদা দৃশ্যে দেখানো হয়, যেখানে তাদের হাতের আঙ্গুল মোবাইল ফোনের স্ক্রিনে একটি লিংকের ওপর ঘোরাফেরা করছে, তাতে লেখা ‘সিআইএর সঙ্গে যোগাযোগ করুন’।

‘এটি আমার রাশিয়া। এটি সবসময় আমার রাশিয়া থাকবে। আমি সহ্য করবো। আমার পরিবার সহ্য করবে। আমার কাজের কারণে আমরা মর্যাদা নিয়ে বেঁচে থাকবো’- কথাগুলো দিয়ে শেষ হয় ভিডিওটি।

ভিডিওটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি এটিতে মনোযোগ দেননি। তবে বলেছেন, আমি নিশ্চিত, আমাদের বিশেষ বাহিনীগুলো প্রয়োজনীয় উপায়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, আমরা সবাই জানি, সিআইএ এবং অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আমাদের দেশের ভূখণ্ডে তাদের কর্মকাণ্ড কমাচ্ছে না।

কীভাবে পরিচয় গোপন রেখে সিআইআ’র সঙ্গে যোগাযোগ করা যাবে, সেটিও বলে দেওয়া হয়েছে ওই ভিডিওতে। এতে বলা হয়, রাশিয়া সম্পর্কে সত্য জানতে চায় সিআইএ। আমরা এমন নির্ভরযোগ্য লোকদের খুঁজছি যারা এই সত্যগুলো জানেন এবং আমাদের বলতে পারেন। আপনার তথ্য আপনার ধারণার চেয়েও মূল্যবান হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়