বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০৫:০০

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩
অনলাইন ডেস্ক

ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে। এতে অন্তত ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হতাহত সবাই গ্রামবাসী। অবশ্য বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পারায় তিনি নিরাপদে আছেন।

সোমবার (৮ মে) ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

জানা যায়, রাজস্থানের হনুমানগড়ে একটি বাড়িতে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হবার আগে পাইলট একটি প্যারাসুট ব্যবহার করে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। তিনি সামান্য আহত হলেও নিরাপদ আছেন বলে জানা গেছে।

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেছেন, মানুষের হতাহতের ঘটনা এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চালান এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেন।

সুরতগড় থেকে ভারতীয় বিমান বহিনীর এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল। একপর্যায়ে হনুমানগড়ের ডাবলি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়