প্রকাশ : ০৬ মে ২০২৩, ০৯:১৪
জম্মু-কাশ্মীরে বিস্ফোরণ, ২ ভারতীয় সেনা নিহত
ভারতশাসিত জম্মু-কশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে গত কয়েক দিন ধরে অভিযান পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী। তবে শুক্রবার (৫ মে) একটি বিস্ফোরণে অন্তত দুই ভারতীয় সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
জানা গেছে, রাজৌরি সেক্টরের কান্দি বন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা যখন তল্লাশি চালাচ্ছিল তখনই বিস্ফোরণ হয়।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার জম্মু অঞ্চলের ভাটা ধুরিয়ানের টোটা গালি এলাকায় একটি সেনা ট্রাকে অতর্কিত হামলাকারীদের খুঁজে বের করতে ও নির্মূল করার জন্য গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
বলা হয়েছে, রাজৌরি জেলার কেসারি এলাকায় বিচ্ছিন্নতাবাদীর লুকিয়ে রয়েছে। সেই সূত্র ধরেই সেনাবাহিনী, পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ একটি দল অভিযানে নামে। তখন গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
এর আগে বৃহস্পতিবার কাশ্মীরের বারামুলা জেলায় একই ভাবে গোলাগুলির ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় দুই বিচ্ছিন্নতাবাদীর।