শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩, ০৭:১৭

সুদানে লড়াই অব্যাহত, সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের

সুদানে লড়াই অব্যাহত, সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের
অনলাইন ডেস্ক

সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে। মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে একটি যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও সহিংসতা থামেনি।

সুদানের সামরিক নেতৃত্বের দুই অংশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কারণে গত সপ্তাহে এ সহিংসতা শুরু হয়। এক সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে ৪০০ লোক নিহত হয়েছে। সংবাদদাতারা জানাচ্ছেন খার্তুম শহরে বোমা বিস্ফোরণ, গোলাবর্ষণ ও বন্দুকের গুলিবিনিময় অব্যাহত রয়েছে।

খার্তুমের বাসিন্দারা বলছেন, যে শহরে ঈদের সময়টায় পরিবেশ উৎসবমুখর থাকে, সেখানে এখন বিরাজ করছে ভূতুড়ে পরিবেশ। এদিকে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ চীনের কূটনীতিক ও নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

সুদানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনীর প্রধান ফাত্তাহ আল-বুরহান বিদেশিদের সরিয়ে নেওয়ার নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন তাদের কূটনীতিকসহ নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান ব্যবহার করবে।

এদিকে, সৌদি আরবও ‘ভ্রাতৃপ্রতিম কিছু দেশের’ নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে বলে জানিয়েছে। সবশেষ খবরে বলা হয়, সৌদি মিশনের কূটনীতিকরা সড়কপথে পোর্ট সুদান গিয়ে নিজ দেশের উদ্দেশ্যে বিমানে উঠেছেন।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, জর্ডানের দূতেরাও একই পথে স্বদেশে ফিরে যাবেন। নিরাপত্তা ঝুঁকির কারণে এর আগে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। তাছাড়া সেনাবাহিনী ও তাদের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনীর লড়াই চলাকালে খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়