রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩, ০১:৫৪

ইলন মাস্কের বড় রকেট স্টারশিপ উৎক্ষেপণের পর বিস্ফোরিত

ইলন মাস্কের বড় রকেট স্টারশিপ উৎক্ষেপণের পর বিস্ফোরিত
অনলাইন ডেস্ক

স্পেসএক্সের বহু আলোচিত শক্তিশালী রকেট স্টারশিপ উৎক্ষেপণের দু-তিন মিনিটের মাথায় আকাশে বিস্ফোরিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকালে স্পেসএক্সের নিজস্ব রকেট উৎক্ষেপণস্থল স্টারবেজ থেকে মনুষ্যবিহীন রকেটটি উৎক্ষেপণ করা হয়।

স্টারশিপ এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট। প্রায় এক দশক ধরে স্টারশিপের সক্ষমতা দেখার অপেক্ষায় ছিলেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু উৎক্ষেপণের দু-তিন মিনিটের মাথায় বিস্ফোরিত হয় শক্তিশালী রকেটটি।

ইলন মাস্ক বলেছেন, স্পেসএক্স কয়েক মাসের মধ্যে ফের স্টারশিপের উৎক্ষেপণের চেষ্টা করবে।

এদিকে, এ উৎক্ষেপণকে সফল মনে করছেন স্পেসএক্সের প্রকৌশলীরা। আশাহত হননি। পরবর্তী উৎক্ষেপণের জন্য এখান থেকে তথ্য সংগ্রহ করবে তারা। সেই লক্ষ্যে প্রস্তুতি নেবেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আগামী চন্দ্রাভিযানে চাঁদের বুকে নামার কথা রয়েছে স্টারশিপের। এটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়