প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ২১:১৫
কানাডায় তুষারঝড়, বিদ্যুৎহীন ১০ লাখেরও বেশি মানুষ
কানাডার সবচেয়ে জনবহুল দুইটি প্রদেশ অন্টারিও ও কুইবেকে প্রবল তুষারঝড় আঘাত হেনেছে। এতে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বুধবার স্থানীয় সময় রাতে এ ঝড় হয়। এসময় অনেক গাছ উপড়ে বিদ্যুতের লাইনের উপর পড়ে। দেশটির পরিবেশ মন্ত্রণালয় কুইবেক প্রদেশে ভারী শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। খবর এএফপির
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হাইড্রো-কিউবেক জানায়, তুষারঝড়ের আঘাতে ১০ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাত ৩টা পর্যন্ত অন্ধকারে থাকতে হয়েছে তাদের। এখনও অনেক গ্রাহকের কাছে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো যায়নি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বুধবার সারা রাত ও বৃহস্পতিবার সকাল থেকে এক হাজার শ্রমিক বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করেছেন। এখনও অনেক গ্রাহকের কাছে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো যায়নি। আমরা চেষ্টা করছি। হয়তো কিছু গ্রাহক শুক্রবার বিদ্যুৎহীন থাকতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, তুষারঝড়ে অনেক গাছ বিদ্যুতের লাইনের ওপর ভেঙে পড়েছে। কিছু এলাকায় গাছ উপড়ে পড়ার প্রধান কারণ ছিল বড় আকারের শিলাবৃষ্টি।
অন্যদিকে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখ মানুষের প্রায় অর্ধেক হলো মন্ট্রিয়েলের বাসিন্দা। সেখানে উপড়ে পড়া গাছ ও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সরানোর কাজ চলছে।