শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ২১:১১

সাত বছর পর সৌদি আরব ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক

সাত বছর পর সৌদি আরব ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক
অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দুই বৈরি দেশ ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ২০১৬ সালের পর প্রথমবারের মত সরকারি পর্যায়ে বৈঠক করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বৈঠক করেছেন।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসের মধ্যে তাদের দূতাবাস পুনরায় চালু করা এবং বিমান চলাচল আবার শুরু করার বিষয়ে আলোচনা করেছেন।

এর আগে গত মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশ তাদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে রাজি হয়।

ইরান ও সৌদি আরবের মধ্যে এই বৈঠককে মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাবের একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এবং মনে করা হচ্ছে, এটা ওই এলাকায় যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের প্রতি একটি বড় চ্যালেঞ্জ।

সৌদি আরব ও ইরানের সঙ্গে চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বেশ ঘনিষ্ঠ। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। আর ইরানের সঙ্গে গত চার দশক ধরে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

সাত বছর আগে সৌদি আরব একজন বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে জনতা সৌদি দূতাবাসের ওপর হামলা চালায়। এ ঘটনার পর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়