শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০২:৩২

প্লেনে ক্রুকে উত্ত্যক্ত, সুইডিশ নাগরিক গ্রেফতার

প্লেনে ক্রুকে উত্ত্যক্ত, সুইডিশ নাগরিক গ্রেফতার
অনলাইন ডেস্ক

প্লেনে কেবিন ক্রুর সদস্যকে উত্ত্যক্ত করায় মুম্বাইতে ৬৩ বছর বয়সী এক সুইডিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ইন্ডিগোর ফ্লাইটটি ব্যাংকক থেকে মুম্বাই যাচ্ছিল। তবে ওই ব্যক্তি মাতাল ছিলেন। সংবাদমাধ্যম এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ মার্চ) প্লেনটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করার পর ফ্লাইটের কর্মীরা অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করে। সুইডিশ ওই নাগরিকের নাম জোনাস ওয়েস্টবার্গ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, প্লেনে যখন খাবার পরিবেশন করা হচ্ছিল তখনই ওই ব্যক্তি খারাপ ব্যবহার শুরু করে। তার এই আচরণ চলতে থেকে প্লেন অবতরণের আগ পর্যন্ত। তখন ২৪ বছর বয়সী কেবিন ক্রু ক্যাপ্টেনকে অবহিত করেন। পরে ক্যাপ্টেন ওয়েস্টবার্গকে রেড সতর্কতা পড়ে শুনান।

ঘটনার বর্ণনা করে কেবিন ক্রু বলেন, যখন ওয়েস্টবার্গকে জানানো হয়, প্লেনে কোনো সামুদ্রিক মাছ নেই তখনই সমস্যা শুরু হয়। এক পর্যায়ে আমি তাকে মুরগির খাবার পরিবেশন করি এবং পিওএস মেশিনের মাধ্যমে অর্থ প্রদানের জন্য তার এটিএম কার্ড চাই।

কার্ড সুইপিং করার অজুহাতে ওই যাত্রী আমার হাত ধরে। এ ঘটনার পর তার হাত সরিয়ে দিয়ে পিন দিতে বলি। কিন্তু সে কোনো কিছুর তোয়াক্কা না করে যাত্রীদের সামনে আমার শরীর স্পর্শ করে। এরপর আমি চিৎকার করলে সে তার বসার আসনে চলে যায়।

এদিকে অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, তার স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। ইচ্ছকৃতভাবে তিনি ওই কাজ করেননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়