প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ২২:৩৩
রমজানে দিনে ৫ বার জীবাণুমুক্ত করা হয় মসজিদে নববী
পবিত্র রমজান মাসের শুরু থেকে মদিনায় মসজিদে নববীতে কমপক্ষে ১ কোটি ৪০ লাখ মানুষ নামাজ আদায় করেছেন। তাই মসজিদে নববীর দর্শনার্থীদের পরিষেবা প্রদানের জন্য এবং এর গুণগত মান বাড়ানোর চেষ্টার অংশ হিসেবে দিনে ৫ বার জীবাণুমুক্ত করা হয় বলে জানিয়েছে মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। খবর সৌদি গেজেটের।
প্রতিবেদনে বলা হয়, পুরো মসজিদ ৫ বার জীবাণুমুক্ত করার পাশাপাশি এর টয়লেটগুলিও দিনে প্রায় ১০ বার পরিষ্কার করা হয়।
মোট ৩০০টি কার্পেট-সুইপিং মেশিন মসজিদে নববীর কার্পেট পরিষ্কার করে এবং ৯২টি ফ্লোর ওয়াশিং মেশিন ১৮ হাজার লিটার পরিবেশবান্ধব জীবাণুনাশক দ্বারা মেঝে ধুয়ে দেয়। এছাড়া প্রায় ১৫ হাজার লিটার ফ্রেশনার মেঝেতে ব্যবহার করা হয়।
পরিসংখ্যানে দেখা যায়, মসজিদে দর্শনার্থী এবং উপাসকদের জন্য তাদের আচার-অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যভাবে পালনের জন্য নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। বয়স্কদের সেবা প্রদান করার জন্য প্রায় ১০ হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়ে থাকে।
মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র এ মাসে মসজিদে সর্বোচ্চ সংখ্যক মানুষকে জায়গা করে দিতে মসজিদের নিজস্ব কর্মীদের পাশাপাশি সহায়তাকারী সংস্থাদের সাহায্যও নেওয়া হয়েছে।
ইতোমধ্যে, দর্শনার্থীদের ভিড়ের প্রেক্ষাপটে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি সরকার।