প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ২১:৪৪
ট্রাম্পের সঙ্গে কথোপকথন নিয়ে পেন্সকে জেরা করা হবে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার আগমুহূর্তে ট্রাম্পের সঙ্গে কথপোকথন নিয়ে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আদালত জিজ্ঞাসাবাদ করবে। ওয়াশিংটন ডিসির ওই ঘটনা নিয়ে চলমান বিচারকাজে আদালতে সাক্ষ্য দেওয়া লাগবে পেন্সকে।
ওয়াশিংটনের আদালত আজ এক আদেশে পেন্সকে জিজ্ঞাসাবাদের বিষয়টি জানান। যদিও আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে মাইক পেন্স প্রশ্নের জবাব না দিতে চেয়ে আপিল করতে পারবেন। খবর: সিএনএন’র।
ওয়াশিংটন ডিসির আদালতের বিচারক জেমস বোসবার্গ মাইক পেন্সকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের বিচার বিভাগীয় তদন্ত বিভাগের প্রধান জ্যাক স্মিথের জন্য একটি ছোটখাটো বিজয় হিসেবে দেখা হচ্ছে। কারণ হামলার তদন্তকারীরা চাইছিলেন, ট্রাম্পের সঙ্গে মাইক পেন্সের কী আলাপ হয়েছিল তা জানতে।
ঘটনার সময় মাইক পেন্স মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট ছিলেন। আর ২০২০ সালের শেষদিকে ওই প্রেসিডেন্ট নির্বাচন অনুমোদন দেয় সিনেট।