শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০২:৫২

ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, দাবি ইউক্রেনের

ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, দাবি ইউক্রেনের
অনলাইন ডেস্ক

ক্রিমিয়ার উত্তরাঞ্চলে রেলপথে পরিবহন করা রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার শহর ঝানকোইয়ের প্রধান ইহর ইভিন জানিয়েছেন, রাতে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ওই চালানে ড্রোন হামলা চালানো হয়েছে। খবর- বিবিসি।

বিস্ফোরণের পর ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণে কয়েকটি ভবন ও বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন ধরে গেছে। তবে কোনো সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা জানাননি ইহর ইভিন।

এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র কৃষ্ণসাগরে অবস্থানরত রুশ নৌবহরে নেওয়া হচ্ছিল। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই চালানে রাশিয়ার ক্যালিবার–কেএন ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়