প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০২:৪৪
এবার আইসিসির বিরুদ্ধে পাল্টা মামলা রাশিয়ায়
যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক ও প্রসিকিউটরদের নামে ফৌজদারি মামলা হয়েছে রাশিয়ায়। দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা মামলাটি দায়ের করে। সোমবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি পুতিন ও তাঁর কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তিনদিন পর এ মামলা করে রাশিয়া। গত শুক্রবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মস্কো যে আইসিসির পরোয়ানাকে তোয়াক্কা করে না, তার একটি প্রতীকী পদক্ষেপ রাশিয়ার তদন্ত কমিটির এই মামলা।
রাশিয়ায় করা এই মামলায় আইসিসির বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোরে আইতালা, সার্জিও জেরার্ডো উগালদে গোদিনেজ ও প্রসিকিউটর করিম খানকে আসামি করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি বলেছে, পুতিনের বিরুদ্ধে ফৌজদারি মামলার কোনো আইনগত ভিত্তি নেই। কারণ, ১৯৭৩ সালের জাতিসংঘ কনভেনশনের অধীন রাষ্ট্রপ্রধানরা পূর্ণ দায়মুক্তি পেয়ে থাকেন।
আইসিসির প্রসিকিউটরের পদক্ষেপটিতে রুশ আইনে অপরাধ হিসেবে গণ্য হওয়ার মতো বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি বলেছে, আইসিসি জেনেশুনে একজন নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ এনেছেন।
রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, আইসিসির প্রসিকিউটর ও বিচারকরা আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করতে আন্তর্জাতিক সুরক্ষা পাওয়া একটি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধির ওপর হামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তারা সন্দেহ করছে।
ক্রেমলিন ইতিমধ্যে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে অত্যন্ত আপত্তিকর বলে অভিহিত করেছে। এই পরোয়ানাকে আইনত অকার্যকর বলে বর্ণনা করেছে তারা। কারণ, আইসিসি গঠনের চুক্তিতে রাশিয়া সাক্ষর করেনি।
সোমবার মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার এবং ব্যক্তিগতভাবে পুতিনের বিরুদ্ধে আইসিসির এমন আচরণ 'স্পষ্টতই বৈরীতা'র প্রকাশ।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। সেই যুদ্ধ এখনও চলছে।