শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০২:১২

মিয়ানমার জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জাতিসংঘ দূতের

মিয়ানমার জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জাতিসংঘ দূতের
অনলাইন ডেস্ক

মিয়ানমার জান্তার বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে জাতিসংঘের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। মিয়ানমারে সামরিক জান্তার নিপীড়নের জবাবে তাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে সংকট চলছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিক্ষোভকারীরা। রক্তক্ষয়ী আন্দোলন, সংঘাত, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছেই। বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। গঠিত হয়েছে জান্তাবিরোধী সরকার এবং প্রতিরোধ বাহিনী।

সোমবার জেনেভায় অ্যান্ড্রুজ বলেছেন, জান্তার সহিংসতার কারণে বিরোধী পক্ষ শক্তিশালী হয়েছে। এ পরিস্থিতিতে মিয়ানমার জান্তার বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ এবং বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংগঠনকে নিশানা করে নিষেধাজ্ঞা দেওয়া হলে তা সামরিক নেতৃত্বকে আরও দুর্বল করে দেবে। আমরা আমাদের মধ্যে সমর্থন বাড়ালে এবং এর সমন্বয় সাধন করে পদক্ষেপ নিলে তা উল্লেখযোগ্য ফল বয়ে আনবে বলে আমি মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়