শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০১:৪১

ভূমিকম্পের ভয়াবহতা সত্ত্বেও হতাহতের তথ্য নেই, বলল তালেবান

ভূমিকম্পের ভয়াবহতা সত্ত্বেও হতাহতের তথ্য নেই, বলল তালেবান
অনলাইন ডেস্ক

আফগানিস্তানে শক্তিশালী ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে হতাহতের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। মঙ্গলবার রাতে ভূমিকম্পের ঘটনার পর টুইটারে এমনটি বলেছেন তিনি। আফগানিস্তানের টোলো নিউজ এ তথ্য জানায়।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘ভূমিকম্পের ভয়াবহতা থাকা সত্ত্বেও বাদাখশান, ‍কুন্দুজ, তাখার ও পঞ্জশির প্রদেশ থেকে এখনও হতাহতের তথ্য মিলছে না।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুরম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায় ১৮৭ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তি। অন্যদিকে আফগানিস্তানের পাশাপাশি ভারত ও পাকিস্তানেও বিভিন্ন জায়গায়ও ভূকম্পন অনুভূত হয়। পাকিস্তানে দুজন নিহতের তথ্য জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়