শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০১:৩০

ভূমিকম্পে পাকিস্তানে অন্তত দুজন নিহত

ভূমিকম্পে পাকিস্তানে অন্তত দুজন নিহত
অনলাইন ডেস্ক

পাকিস্তানে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ইসলামাদ, পেশোয়ার ও লাহোরসহ অনেক জায়গা কেঁপে উঠেছে। মঙ্গলবার রাতের ভূমিকম্পে অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। খবর: ডন অনলাইন’র।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, ভূমিকম্পের ফলে ছাদ দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। প্রদেশটিতে অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্তের তথ্য মিলেছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশটির বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাত ৯টা ৪৭ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জরুরি ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলেছেন।

আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের জুরম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায় ১৮৭ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি বলে জানায় সংস্থাটি। অন্যদিকে ভারতের বিভিন্ন জায়গায়ও ভূকম্পন অনুভূত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়