শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০২:৫৮

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু
অনলাইন ডেস্ক

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে বিয়ে বাড়িতে আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের তেলেঙ্গানার খাম্মাম জেলায় এ ঘটনা ঘটে।

বিয়ের অনুষ্ঠানে ডিজে গান ছেড়ে নাচতে ছিলেন একদল তরুণী। এ সময় হঠাৎ করে তাদের মধ্যে একজন তরুণীর মৃত্যু হয়। ডাক্তারের কাছে নেওয়ার পর জানা যায় ওই তরুণীর ব্রেন স্টকে মৃত্যু হয়েছে।

ওই তরুণীর নাম রানী। তবে ভারতে এ ধরনের ঘটনা কিছুদিন আগেও ঘটে। দেশটির খুবের মন্ডল গ্রামে এক তরুণী বিয়ের অনুষ্ঠানে নাচতে ছিল। এ সময় তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সিএমআর ইঞ্জিনিয়ারিং কলেজে হাঁটার সময় ১৮ বছর বয়সী প্রথম বর্ষের এক শিক্ষার্থী হার্ট অ্যাটাক করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিয়ে বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, একদল তরুণী গানের তালে নাচতে ছিল। এর পরই হঠাৎ করে তাদের মধ্যে একজন মাটিতে ঢলে পড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়