প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ২১:৫৭
মোদির ভুয়া সহকারী গ্রেপ্তার, রয়েছে ভেরিফায়েড টুইটার একাউন্ট
অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ের ভুয়া জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
কিরণ প্যাটেল গত ২ মার্চ কাশ্মীর উপত্যাকায় পরিদর্শনে গিয়ে পরদিন গ্রেপ্তার হন। খবর: বিবিসির।
স্থানীয় পুলিশ কিরণ প্যাটেলের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছে। বৃহস্পতিবার কিরণকে আদালতে তোলা হলে বিষয়টি জানাজানি হয়।
কিরণ প্যাটেলের টুইটার একাউন্ট ভেরিফায়েড রয়েছে এবং তাতে অনুসরণকারীদের মাঝে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীসমর্থক রয়েছেন।