প্রকাশ : ১৭ মে ২০২২, ১১:০৬
ইমরান খানের দুটি মোবাইল ফোন চুরি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুটি মোবাইল ফোন চুরি হয়েছে।
তাকে হত্যার ষড়যন্ত্রকারী সবার নাম সম্বলিত একটি ভিডিও ক্লিপ তার কাছে আছে দাবি করার পর এ ঘটনা ঘটল।
সোমবার (১৬ মে) ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল টুইট করে বলেন, শনিবার ইমরান খান সমাবেশে ভাষণ দিতে যাওয়ার পরে শিয়ালকোট বিমানবন্দরে ফোনগুলো চুরি করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী সমাবেশে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তার জীবন হুমকির মধ্যে রয়েছে। তিনি 'সব ষড়যন্ত্রকারীর' নাম সম্বলিত একটি ভিডিও বার্তা রেকর্ড করেছেন। যা প্রকাশ করা হবে।
গিল বলেন, ইমরান খানকে কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। তার দুটি ফোন চুরি হয়ে গেছে।
সাবেক এই উপদেষ্টা কারও নাম উল্লেখ না করে আরও বলেন, 'আপনি সম্পূর্ণ বিভ্রান্ত হবেন। কারণ (ইমরান) খান যে ভিডিও বিবৃতি রেকর্ড করেছেন, তা এই ফোনগুলোতে পাওয়া যাবে না।'
চুরির বিষয়ে গিলের মন্তব্যের পর সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : পিটিআই