শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০২:৫১

পশ্চিমাদের আপত্তি সত্ত্বেও রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত

পশ্চিমাদের আপত্তি সত্ত্বেও রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত
অনলাইন ডেস্ক

রাশিয়া গত পাঁচ বছরে ভারতকে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। তাছাড়া, মস্কোর কাছে ১ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামের অর্ডার দিয়েছে। রোববার (১২ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বে রুশ অস্ত্রের বৃহত্তম ক্রেতা হলো ভারত। মস্কোর কাছে বর্তমানে যে পরিমাণ অস্ত্র বানানোর কার্যাদেশ রয়েছে, তার ২০ শতাংশই ভারতের। রাশিয়ার পরেই ফ্রান্সের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। দেশটির ২৯ শতাংশ অস্ত্রের জোগান দেয় ফ্রান্স। মাত্র ১১ শতাংশ অস্ত্র আসে যুক্তরাষ্ট্র থেকে।

এদিকে, স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারতে রুশ অস্ত্র সরবরাহ ৬২ শতাংশ থেকে নেমে ৪৫ শতাংশ হয়েছে। এরপরও রাশিয়া থেকেই এখনো সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত।

রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ বলেন, ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ রাশিয়ার অস্ত্র কেনার আগ্রহ বজায় রেখেছে। ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ অভিযান’র সমালোচনা করাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ভারতের ওপর অভূতপূর্ব চাপ দিচ্ছে। এরপরও ভারত সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে রাশিয়াকে অন্যতম প্রধান অংশীদার হিসেবে বিবেচনা করছে।

ইন্টারফ্যাক্স বলছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া থেকে ভারতে বার্ষিক হিসাবে প্রায় ১ হাজার ৪০০ কোটি থেকে ১ হাজার ৫০০ কোটি ডলারের অস্ত্র রপ্তানি হয়েছে। তাছাড়া, ভারতের মোট রুশ অস্ত্রের অর্ডার প্রায় ৫ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

শুগায়েভের দাবি, এশিয়ান গ্রাহকরা রাশিয়ার এস-৪০০ ট্রিয়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, ওসা-পেচোরা বা স্ট্রেলার মতো স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রব্যবস্থা, সেই সঙ্গে সু- ৩০ ও মিগ- ২৯ মডেলের যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন কিনতে বিশেষভাবে আগ্রহী।

নাম না প্রকাশের শর্তে আরেক রুশ কর্মকর্তা ইন্টারফ্যাক্সকে জানান, মস্কো বর্তমানে ভারতের জন্য এস- ৪০০ ট্রিয়াম্ফ ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করছে ও সময়মতো তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার আরকেটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার (১৩ মার্চ) ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত ১৪তম আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীতে রুশ অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রায় ২০০টি নমুনা উপস্থাপন করা হয়েছে।

এদিকে, পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে চলেছে, সেখানে নয়াদিল্লি স্পষ্টভাবে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি। বরং, সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধ বন্ধে সংলাপ ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়