শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০১:৪৮

এক মাসে ভারতের বাণিজ্য ঘাটতি ১৭ বিলিয়ন ডলার, কমেছে আমদানি-রপ্তানি

এক মাসে ভারতের বাণিজ্য ঘাটতি ১৭ বিলিয়ন ডলার, কমেছে আমদানি-রপ্তানি
অনলাইন ডেস্ক

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের পণ্য আমদানি-রপ্তানি কমেছে। বুধবার (১৫ মার্চ) দেশটির সরকারি হিসাবে দেখা গেছে, বার্ষিকভিত্তিতে মাসটিতে আমদানি-রপ্তানি কমেছে আট শতাংশের বেশি। তাছাড়া টানা তিন সপ্তাহে সংকোচিত রপ্তানি দেখলো ভারত। খবর দ্য ইকোনমিক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে ভারতে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়ায় ১৭ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। যদিও তা আগের মাসের চেয়ে সামান্য কম। এ ক্ষেত্রে জানুয়ারিতে দেশটির বাণিজ্য ঘাটতি ছিল ১৭ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। যদিও রয়টার্সের পূর্বাভাস ছিল ফেব্রুয়ারিতে ভরতের বাণিজ্য ঘাটতি দাঁড়াতে পারে ১৯ বিলিয়ন ডলারে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে রপ্তনি কমে দাঁড়ায় ৩৩ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছিল ৩৭ দশকি ১৫ বিলিয়ন ডলার। একই সঙ্গে আমদানি কমে দাঁড়িয়েছে ৫১ বিলিয়ন ডলারে। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে ৫৫ দশমিক ৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়।

এর আগে ভারতের জাতীয় পরিসংখ্যান বিভাগ এক পূর্বাভাসে জানায়, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হতে পারে।

প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, পুরো অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে মার্চ প্রান্তিকে চার থেকে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন।

অন্যদিকে স্বাধীনতার ১০০ বছর পূরণের কথা মাথায় রেখে ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোট সাতটি উদ্দেশ্যের ওপর ভিত্তি করে এই বাজেট পেশ করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়