প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৬:০২
অস্ট্রেলিয়ায় শস্যের বাম্পার ফলন, বাড়ছে রপ্তানি
বৃষ্টির কারণে এ বছর অস্ট্রেলিয়ায় শস্যের উৎপাদন ভালো হয়েছে। তাই আশা করা হচ্ছে, দেশটির কৃষিপণ্য রপ্তানি ব্যাপকভাবে বাড়বে। যদিও এর আগে খাদ্য সংকটের জন্য অতিবৃষ্টিকে দায়ী করা হয়েছিল। খবর বিবিসির।
দেশটির কৃষকরা জানিয়েছে, বছরটি তাদের জন্য মূল্যবান হতে চলেছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে তাদের প্রত্যাশা বেশি।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচার অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স চলতি অর্থ বছরে ৭৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানির আশা করছে, যা রেকর্ড। অর্থবছরটি শেষ হবে জুনে।
অস্ট্রেলিয়া যেসব পণ্য সবচেয়ে বেশি রপ্তানি করে তার মধ্যে গম অন্যতম। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে এই পণ্যটির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।
মেলবোর্নের লা ট্রোব ইনস্টিটিউট ফর এগ্রিকালচার অ্যান্ড ফুডের পরিচালক টনি ব্যাসিক বলেন, আমরা অবিশ্বাস্যভাবে ভাগ্যবান। কারণ বৃষ্টির কারণে উৎপাদন অত্যধিক বেড়েছে। তাছাড়া এই বৃষ্টি হয়েছে যথা সময়ে।
তিনি বলেন, সবকিছু ঠিক সময়ে হয়েছে। বৃষ্টি যদি একটু আগে পরে হতো তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতো।
এবিএআরইএস এর জারেড গ্রিনভাইল এক বিবৃতিতে বলেছেন, আবারও আমরা রেকর্ড পরিমাণ উৎপাদন দেখতে যাচ্ছি। কারণ উৎপাদনের পরিবেশ ভালো রয়েছে। একই সঙ্গে দামও ভালো।