শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৫:৫৬

অস্কারের মঞ্চে জেলেনস্কির বক্তব্য দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান

অস্কারের মঞ্চে জেলেনস্কির বক্তব্য দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান
অনলাইন ডেস্ক

গত বছরের মতো এবারও অস্কারের মঞ্চে বক্তব্য রাখতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এবারও তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে অস্কার কর্তৃপক্ষ।

জানা যায়, রবিবার (১২ মার্চ) ২০২৩ সালের অস্কার অনুষ্ঠান আয়োজন করা হবে। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানায়, উইলিয়াম মরিস ইনডেভার (ডব্লিউএমই) এন্টারটেইনমেন্টের এজেন্ট মাইক সিম্পসন জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু অস্কার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। কেন এ অনুরোধ ফিরিয়ে দেওয়া হলো, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি অস্কার কর্তৃপক্ষ।

গত বছর জেলেনস্কির অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল অস্কারের প্রডিউসার উইল প্যাকারের আপত্তির কারণে। সেসময় তিনি বলেছিলেন, বিশ্বের অন্যান্য দেশে যুদ্ধ চললেও, বর্ণ বৈষম্যের কারণে সেগুলোতে কেউ কোনো নজর দেয়নি। আর হলিউডে ইউক্রেন যুদ্ধকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ ইউক্রেনের মানুষ সাদা চামড়ার।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তারপর থেকেই নিজ দেশের পক্ষে জনমত তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি। গ্র্যামি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব, কান ও অতি সম্প্রতি বার্লিন চলচ্চিত্র উৎসবের মতো বিশ্বের সব বড় বড় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন তিনি।

কথা বলার সময় জেলেনস্কিকে দাঁড়িয়ে সম্মান জানানো বা করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর ঘটনা ছিল খুবই সাধারণ। তারই ধারাবাহিকতায় তিনি সিনেমা জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের মঞ্চে কথা বলতে চেয়েছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়