প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৫:৫২
শীর্ষ ধনীর তালিকায় আদানির বড় উত্থান
সম্প্রতি শেয়ারদর বৃদ্ধির কারণে ঘুরে দাঁড়াতে শুরু করেছে আদানি গ্রুপ। সেই সঙ্গে ধনীদের তালিকায় আবারও উপরের দিকে উঠে আসতে শুরু করেছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা ও মালিক ভারতীয় ধনকুবের গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স বলছে, ২৭ ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত গৌতম আদানির সম্পত্তিতে প্রায় ১৮ হাজার কোটি ডলার যুক্ত হয়েছে। আর এর মাধ্যমে তিনি এখন শীর্ষ ধনীদের তালিকায় ২১ নম্বরে অবস্থান করছেন।
চলতি বছরের ২৪ জানুয়ারি মার্কন বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ গৌতম আদানির বিরুদ্ধে ‘ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতারণা’র অভিযোগ তোলে। তারপরই শনির কালো ছায়া নেমে আসে আদানি গ্রুপের ওপর। ফলস্বরূপ, তখন থেকে এখন পর্যন্ত আদানি গ্রুপের তালিকাভুক্ত সাতটি কোম্পানি প্রায় ১৪ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারিয়েছে।
ধস নামে আদানির ব্যক্তিগত সম্পদেও। প্রতিবেদনটি প্রকাশের আগে তিনি ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষধনী। কিন্তু সেটি প্রকাশের পর আদানির ব্যক্তিগত সম্পত্তি একসঙ্গে এতটাই কমে যায় যে, শীর্ষ ধনীদের তালিকায় তিনি ৩০ এরও নিচে নেমে যান। মাত্র এক মাসে আট হাজার কোটি ডলারের বেশি সম্পদ হারান ৬০ বছর বয়সী এ ব্যবসায়ী।
তবে সম্প্রতি গত এক সপ্তাহ ধরে শেয়ারের দাম বাড়ার কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে আদানি গ্রুপ। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স বলছে, গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫ হাজার ৫৪০ কোটি ডলার। ফেব্রুয়ারির শেষে এ সম্পত্তির পরিমাণ ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার। আর গত 24 ঘন্টায় আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় ২০ লাখ ডলার।
বুধবার (৮ মার্চ) আদানি গ্রুপের পাঁচটি স্টক আপার সার্কিটে ছিল। পাশাপাশি অন্য সব স্টক সবুজ চিহ্নে বন্ধ হয়। তবে, বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেনের সময় তিনটি শেয়ার আপার সার্কিটে যায়। অন্যদিকে, আদানি গ্রুপের আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারদর ৩ দশমিক ৬১ শতাংশ কমেছে।