প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৪:৩৩
সত্যিকারের যুদ্ধের মহড়া জোরদারের নির্দেশ দিলেন কিম
সামরিক বাহিনীকে একটি সত্যিকারের যুদ্ধের জন্য মহড়া জোরদারের নির্দেশ দিয়েছেন কিম জং উন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এ সময় কিমকে তাঁর মেয়ের সঙ্গে একটি হামলার মহড়া তদারকি করতে দেখা যায়।
ছবিতে দেখা গেছে, কিম ও তাঁর মেয়ে দু’জনই কালো জ্যাকেট পরা ছিলেন।
এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূল থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং একই স্থান থেকে একাধিক উৎক্ষেপণের সম্ভাবনা পরীক্ষা করছে।
শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রকাশিত ছবিতে দেখা যায়, হোয়াসোং ইউনিট একই সময়ে কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ইউনিটটি কোরিয়ার পশ্চিম সাগরের পানির লক্ষ্যবস্তুতে একটি শক্তিশালী গোলা ছুড়েছে। মহড়া পরিদর্শন করার সময় কিম সৈন্যদের দুটি কৌশলগত মিশনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। প্রথমটি যুদ্ধ প্রতিরোধ করা এবং দ্বিতীয়টি যুদ্ধে প্রথম আঘাত হানা।
আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শুরু হতে যাওয়া বড় আকারের সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ডের’ প্রাক্কালে এমন বার্তা দিলেন কিম।