প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৪:২৮
সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় 'সম্মত' সৌদি আরব ও ইরান
অনলাইন ডেস্ক
সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় 'সম্মত হয়েছে'। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার উইয়ন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একটি যৌথ বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, 'নিজেদের মধ্যে আলোচনার পর ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং দুই মাসের মধ্যে দূতাবাস ও মিশন চালুর বিষয়ে সম্মত হয়েছে।'
তবে সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শিয়া অধ্যুষিত ইরানের সঙ্গে সুন্নি অধ্যুষিত সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ২০১৬ সালে ভেঙে যায়।