প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৩:১৭
কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬
অনলাইন ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে সন্ত্রাসী হামলায় ৩৬ জন নিহত হয়েছেন। বুধবার রাতে দেশটির কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুখন্দি গ্রামে এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে- হামলাকারীরা মিত্র গণতান্ত্রিক বাহিনীর (এডিএফ) সদস্য। কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডার সশস্ত্র এ গোষ্ঠীর ঘাঁটি রয়েছে।
এদিকে, স্থানীয় সিভিল সোসাইটির প্রধান মুম্বেরে লিম্বাদু আরসেন জানান, হামলায় শিশু ও নারীসহ ৪৪ জন মারা গেছেন। এ ঘটনায় এখনও কয়েকজন গ্রামবাসী নিখোঁজ রয়েছেন।
দেশটির কিভু প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২১ সাল থেকে সামরিক শাসন জারি রয়েছে।