প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৩:০২
জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত ৭
জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।
পুলিশ এক টুইটে জানিয়েছে, উত্তর অ্যালস্টারডর্ফ এলাকায় একটি বড় ধরনের অভিযান চলছে। খবর বিবিসির
পুলিশ হামলায় নিহত ব্যক্তির সংখ্যা না জানালেও জার্মানির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া ৭ জন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স রয়েছে এবং জার্মান পুলিশ হামলাকারীদের খোঁজ করছে।
হামবুর্গ পুলিশের মতে, গ্রোস বোর্স্টেল জেলার ডিলবোজ রাস্তার একটি গির্জায় হামলার ঘটনা ঘটে।
টুইটারে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, কেন হামলা করা হয়েছে বা হামলাকারী কারা, সে বিষয়ে কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই জনগণের কাছে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন।
ফেডারেল সতর্কীকরণ অ্যাপে স্থানীয় সময় রাত ৯টার দিকে সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে স্থানীয়দের বলা হয়, এক বা একাধিক ব্যক্তি গির্জার লোকদের উপর গুলি চালিয়েছে।