শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |  

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৩:০১

ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
অনলাইন ডেস্ক

কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এর আগে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বৃহস্পতিবার রাতে এ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর ডয়েচে ভেলের।

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ সারা দেশে বিমান হামলার সাইরেন বেজে উঠে। তিন সপ্তাহের মধ্যে এই প্রথম এ ধরনের হামলার শিকার হলো ইউক্রেন।

দেশটির জরুরি পরিষেবার তথ্যমতে, পশ্চিম লিভিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। ৪ জন পশ্চিম লিভিভ অঞ্চলে নিহত হয়েছেন এবং কেন্দ্রীয় ডিনিপ্রো অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ১জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি আবাসিক ভবনের উঠানে গাড়ি জ্বলতে দেখা গেছে। স্ব্যাতোশিনস্কিকে দুইজন বেসামরিক আহত হয়েছেন। তিনি লোকজনকে নিরাপদ স্থানে (শেলটার) থাকার আহ্বান জানিয়েছেন।

ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বন্দরনগরী ওদেসার একটি বিদ্যুৎকেন্দ্রে। ওদেসার গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেন, হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওদেসার আবাসিক এলাকায়ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে আবাসিক এলাকা থেকে হতাহত হওয়ার কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রয়টার্স জানায়, খেরসনে পৃথক পৃথক অঞ্চলে কামানের আঘাতে আরও ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

৫ মাস আগে মস্কো ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযান শুরু করে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ক্ষেপণাস্ত্র হামলা তুলনামূলক কমে গিয়েছিল। তবে নীরবতা ভেঙে গতকাল রাতে আবারও অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়