শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১২:৪৭

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আইনপ্রণেতাকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেলেনস্কির

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আইনপ্রণেতাকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেলেনস্কির
অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আইনপ্রণেতা রিপাবলিকান কেভিন ম্যাককারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

কিয়েভ যুদ্ধে সহায়তার প্রচেষ্টা নিয়ে মার্কিন কংগ্রেসে, বিশেষ করে রক্ষণশীলদের মধ্যে সন্দেহ দেখা দেওয়ার প্রেক্ষাপটে জেলেনস্কি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আমন্ত্রণ জানান। খবর এএফপির

দোভাষীর মাধ্যমে দেওয়া এ সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, 'আমরা এখানে কীভাবে কাজ করি, এখানে কী ঘটছে, যুদ্ধে আমাদের কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, বর্তমানে কারা যুদ্ধ করছে- এসব দেখার জন্যে কেভিন ম্যাককারথি আপনার এখানে আসা দরকার। এখানে এসে সব দেখার পর আপনি কী ভাবছেন তা বলুন।'

তিনি বলেন, 'আমি মনে করি স্পিকার ম্যাককারথি কখনই কিয়েভ কিংবা ইউক্রেন সফর করেননি। আমি মনে করি এ সফর তার ভাবনাকে সহায়তা করবে।'

জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়া ম্যাককারথি সিএনএনকে বলেছেন, পরিস্থিতি বোঝার জন্যে তার ইউক্রেন সফরের প্রয়োজন নেই। স্পিকার হওয়ায় ম্যাককারথি ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জোর সমর্থন প্রতিহত করতে সক্ষম।

উল্লেখ্য, গত বছর ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে প্রায় ১০০ বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়