শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১২:০৪

এরদোগানের প্রতিদ্বন্দ্বী হিসাবে কিলিকদারোগ্লুকে চূড়ান্ত করেছে বিরোধী জোট

এরদোগানের প্রতিদ্বন্দ্বী হিসাবে কিলিকদারোগ্লুকে চূড়ান্ত করেছে বিরোধী জোট
অনলাইন ডেস্ক

তুরস্কে গত ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। এই ভয়াবহ বিপর্যয়ের পরও দেশটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে। সেই নির্বাচনে রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে কামাল কিলিকদারোগ্লুকে চূড়ান্ত করেছে দেশটির ছয় বিরোধী দলীয় জোট। স্থানীয় সময় সোমবার ৭৪ বয়সী কিলিকদারোগ্লুকে চূড়ান্ত করে বিরোধী দলীয় জোট।

শুধু তাই নয়, জোটের লক্ষ্য তুলে ধরা হয়। সোমবার আঙ্কারায় জড়ো হওয়া প্রায় ২ হাজার সমর্থকদের সামনে রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারম্যান কিলিকদারোগ্লু বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য হল দেশকে সমৃদ্ধি করা ও জনগণকে শান্তিতে রাখা।’

দেশের দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান কিলিকদারোগ্লু আগামী ১৪ মে প্রেসিডেন্ট নির্বাচনে শক্ত প্রতিপক্ষ হিসেবে লড়ে এরদোগানকে পরাজিত করতে চান।

ছয় দলীয় বিরোধী জোট নির্বাচনে জয়ী হলে দেশটির অর্থনীতি, নাগরিক অধিকার এবং এরদোগানের বৈদেশিক নীতিকে পরিবর্তনের প্রতিশ্রুতিও দিচ্ছে।

আগামী প্রেসিডেন্ট নির্বাচন এরদোগানের জন্য এক প্রকার অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে। বছর জুড়ে অর্থনৈতিক সঙ্কট এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সেই সঙ্গে গত মাসে দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ৪৬ হাজার মানুষের প্রাণহানীর বিষয়টি তাকে বেকায়দায় ফেলতে পারে। আর সব বিষয়গুলো জনগণের সামনে ‍তুলে ধরে নির্বাচনে সুবিধা নিতে চায় বিরোধী জোট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়