প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১২:০২
সারস পাখিটি তার উদ্ধারকারীকে ছেড়ে যেতে চায় না
অনলাইন ডেস্ক
প্রায় এক বছর আগে ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি একটি সারস পাখিকে আহত অবস্থায় উদ্ধার করে। এখন সেই পাখিটি আরিফের ভ্রমণসঙ্গী। তাদের একসঙ্গে চলাচলের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
আরিফ ভেবেছিলেন সুস্থ হওয়ার পর পাখিটি হয়তো বনে ফিরে যাবে। কিন্তু এটি তা করেনি। এর পর তাদের দু’জনের মধ্যে অসাধারণ এক বন্ধুত্ব গড়ে ওঠেছে। খবর বিবিসির
আরিফ বলেন, ‘কোনো কোনো দিন সে দূরে চলে যায়, কিন্তু সবসময় সূর্যাস্তের আগে বাড়িতে ফিরে আসে। স্বাধীনতার মধ্যেই বন্ধুত্ব টিকে থাকে।’