প্রকাশ : ১৬ মে ২০২২, ১৬:২৮
রাশিয়া সীমান্তে পৌঁছানোর দাবি ইউক্রেন সেনাদের
অনলাইন ডেস্ক
রাশিয়ার সীমান্তে পৌঁছানোর দাবি করেছেন ইউক্রেনের সেনারা।
তারা রাশিয়ার সীমান্তে একটি নীল ও হলুদ সীমান্ত পোস্ট পুনরায় স্থাপন করছেন বলে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে কিয়েভ।
রোববার প্রকাশিত ভিডিওটিতে অবস্থান নির্দিষ্ট করা হয়নি, তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে— ফুটেজটি উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের। খবর আলজাজিরার।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী ভাদিম ডেনিসেনকো বলেন, ইউক্রেনের সেনারা উত্তরে এতটাই অগ্রসর হয়েছে যে, তারা প্রায় রাশিয়ার সীমান্তে পৌঁছে গেছেন।
আলজাজিরা এই দাবির সততা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের পাল্টা আক্রমণের পর রুশ সেনারা খারকিভের চারপাশ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: আলজাজিরা