প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০১
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা
পশ্চিমবঙ্গ প্রতিনিধিউত্তপ্ত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল এমনকি গুলি-বোমাও ছোড়েন বলে দাবি রাজ্য বিজেপি নেতাদের।
জানা যায়, সপ্তাহের শেষে পূর্বঘোষিত সূচি অনুযায়ী দিনহাটায় একাধিক এলাকায় দুস্থ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু সমস্যা বাধে দিনহাটার বুড়িরহাট এলাকায়।
মন্ত্রীর গাড়িবহর দিনহাটার বুড়িরহাট এলাকায় পৌঁছালে তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান। এ ঘটনা কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর একপর্যায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে ঢিল ছোঁড়া শুরু হয়। একটি ঢিল লেগে তার গাড়ির কাঁচও ভেঙে যায় বলে জানা যায়।
এসময় নিশীথ প্রামানিকের নিরাপত্তারক্ষীরা কোনোমতে তাকে সেখান থেকে বের করে নিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে কাদুনে গ্যাস ছোড়ে পুলিশ। সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় চিন্তার ভাজ পড়েছে রাজ্য প্রশাসনের কপালে।
বিজেপি সমর্থকদের অভিযোগ, তৃণমূল নেতা-কর্মীরা বোমাবাজি, এমনকি গুলিও করেন। এদিকে, তৃনমূলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের পার্টি অফিস ভাঙচুর করেছেন।
এ ঘটনায় নিশীথ প্রামানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র একেবারে ভেঙে পড়বে। যারা বোমা, গুলি, পাথর ছুঁড়েছে পুলিশ তাদের সমর্থন দিয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ৪০টি গাড়ির বহর নিয়ে কোথায় যাচ্ছিলেন নিশীথ প্রমানিক? ওই গাড়িগুলোর মধ্যে আর কারা ছিলেন! পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলার জন্য দুষ্কৃতীকারীদের নিয়ে যাচ্ছিলেন নিশীথ প্রমানিক।