প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৬
ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠালো পোল্যান্ড
প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম মিত্র দেশ হিসেবে ইউক্রেনে চারটি লেপার্ড ট্যাংক পাঠালো পোল্যান্ড। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ট্যাংক পাঠানোর কথা জানান দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এর আগে জার্মানিসহ বিভিন্ন দেশ ট্যাংক পাঠানো ঘোষণা দিলেও, সেগুলো এখনো ইউক্রেনে পৌঁছেনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তি উপলক্ষে কিয়েভ সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। এ সময় তিনি প্রথম দেশ হিসেবে ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ইউক্রেনে লেপার্ড ট্যাংকগুলো সরবরাহ করতে যাওয়ার প্রধানমন্ত্রী আজ বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। আশা করি, তিনি খুব দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিয়েভের অন্যতম মিত্র হয়ে ওঠে পোল্যান্ড। এমনকি, দেশটি বারবার ন্যাটো ও ইইউ মিত্রদের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানোর অনুরোধ করে আসছে।
জানুয়ারিতে জার্মানির তৈরি ১৪টি লেপার্ড-২ ট্যাংক ও অতিরিক্ত ৬০টি ট্যাংক পাঠানোর ঘোষণা দেয় পোল্যান্ড। সেসময় দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি কানাডিয়ান এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান।
সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে ৬০টি অত্যাধুনিক ট্যাংক পাঠাতে প্রস্তুত পোল্যান্ড। এর মধ্যে ৩০টি পিটি-৯১ মডেলের। মাতেউসের দাবি, ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের পর থেকে দেশটিতে ২৫০টির বেশি ট্যাংক পাঠিয়েছে।
চলতি বছরের ২৫ জানুয়ারি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনে নিজেদের ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইউক্রেনে ৩১টি এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র।
তার আগে ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে আপত্তি জানিয়েছিল জার্মানি। তবে যুক্তরাষ্ট্র তাদের আব্রামস ট্যাংক পাঠানোর ঘোষণা দিলে নিজেদের তৈরি অত্যাধুনিক এ ট্যাংক দিতে রাজি হয় বার্লিন। পরে কানাডাও ইউক্রেনে ৪টি লেপার্ড ট্যাংক পাঠানোর কথা বলে।
জার্মানি, যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার পর কানাডা, স্পেন, ফ্রান্স পোল্যান্ডসহ আরও কয়েকটি দেশ ইউক্রেনে অত্যাধুনিক ট্যাংক পাঠানোর ঘোষণা দেয়।
এদিকে, অত্যাধুনিক ট্যাংক পাওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ এর মতো চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমান চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগেরবার তার আহ্বানে সাড়া দিয়ে লেপার্ড ট্যাংক পাঠালেও, অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত চুপচাপ আছেন পশ্চিমা মোড়লরা।