শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৪

দেউলিয়া শ্রীলঙ্কায় আরও একটি বড় প্রকল্প পেলেন আদানি

দেউলিয়া শ্রীলঙ্কায় আরও একটি বড় প্রকল্প পেলেন আদানি
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় একটি বায়ুবিদ্যুৎ প্রকল্পে বিপুল বিনিয়োগ করতে চলেছে অর্থনৈতিক ধসের মুখে থাকা ভারতীয় জায়ান্ট আদানি গ্রুপ। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি দেউলিয়া হওয়ার পর সেখানে এই প্রথম কোনো বড় বিদেশি বিনিয়োগের ঘোষণা এলো। খবর এএফপির।

শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ড (বিওআই) বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঘোষণা দিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে দুটি বায়ুবিদ্যুৎ ফার্ম তৈরি করবে আদানি গ্রুপের অঙ্গসংস্থা আদানি গ্রিন এনার্জি। এতে মোট ব্যয় হবে ৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ৭৩৮ কোটি টাকা।

লঙ্কান কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের মধ্যেই বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, কলম্বোয় ৭০ কোটি ডলারে একটি বন্দর টার্মিনাল নির্মাণের কাজ পেয়েছিল আদানি গ্রুপ। ওই ঘটনা এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে নয়াদিল্লির উদ্বেগ মোকাবিলায় শ্রীলঙ্কার বড় পদক্ষেপ ছিল বলে মনে করা হয়। কারণ আদানি গ্রুপকে ভারত সরকারই ঠিকাদার হিসেবে মনোনীত করেছিল।

সংস্থাটি এখন কলম্বো বন্দরে চীন পরিচালিত টার্মিনালের ঠিক পাশেই ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ ও ২০ মিটার গভীরতার একটি জেটি তৈরি করছে। এটি হবে দুবাই ও সিঙ্গাপুরের মধ্যে একমাত্র গভীর সমুদ্র কন্টেইনার বন্দর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়