শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১

ওয়াগনার গ্রুপের ৩০ হাজার সদস্য হতাহত: যুক্তরাষ্ট্র

ওয়াগনার গ্রুপের ৩০ হাজার সদস্য হতাহত: যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

ইউক্রেনে মস্কোর আগ্রাসন সমর্থনে রাশিয়ার ‘ভাড়াটে বাহিনী’, ওয়াগনার গ্রুপ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার এই আধাসামরিক বাহিনীর ৩০ হাজার সদস্য হতাহত হয়েছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে গোষ্ঠীটি উল্লেখযোগ্যভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রায় ৯ হাজার যোদ্ধা অভিযানে নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র আরও বলেন, ইউক্রেনে ওয়াগনারের প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে ১০ হাজার হলো ঠিকাদার ও রাশিয়ার কারাগার থেকে নিয়োগকৃত ৪০ হাজার যারা দণ্ডপ্রাপ্ত আসামি। এই হতাহতের কারণ হিসেবে তিনি জানান, তারা প্রশিক্ষিত নয়।

হতাহতের ঘটনা ঘটলেও ওয়াগনার গ্রুপ বাখমুত শহরের চারপাশ নিয়ন্ত্রণে নিয়েছে। পূর্বাঞ্চলের শহরটির আশপাশে ইউক্রেনীয় সেনা ও ওয়াগনার গ্রুপের সদস্যদের ব্যাপক লড়াই হয়। বাখমুত দখল করায় রাশিয়া আরও পশ্চিমে ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কের মতো বড় শহরগুলোতে অগ্রসর হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, মস্কো হতাহত সেনাদের সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ।

এদিকে, যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, রাশিয়ার বাহিনী এবং ওয়াগনার গ্রুপের ১ লাখ ৭৫ হাজার থেকে ২ লাখ সেনা হতাহতের শিকার হতে পারেন। এর মধ্যে ৪০ হাজার থেকে ৬০ হাজারের মৃত্যু হয়েছে।

এর আগে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি অভিযোগ করেন, মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছে, পিয়ংইয়ং থেকে অস্ত্রের বড় একটি চালান পেয়েছে ওয়াগনার গ্রুপ। নতুন এই অস্ত্র যুদ্ধক্ষেত্রে তেমন পরিবর্তন আনবে না বলেও মন্তব্য করেন কিরবি। তবে তাদের আরও অস্ত্র দিতে পারে দেশটি এমন উদ্বেগও প্রকাশ করেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আলোচনায় আসে ওয়াগনার গ্রুপ। এর বেশিরভাগ সদস্যই সাবেক রুশ সেনা। ইউরোপীয় ইউনিয়নও ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে ইউক্রেন, সিরিয়া, লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সুদান ও মোজাম্বিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। জানা যায়, ওয়াগনার গ্রুপের ইয়োজিনি প্রিবুওশন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রায় একবছর হয়ে যাচ্ছে। এখনো দু’পক্ষের লড়াই থামছে না। এই যুদ্ধে বহু বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে গোটা বিশ্বের অর্থনীতি বেসামাল হয়ে পড়েছে।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়