প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৯
১৩তম দিনে শিশুসহ ৩ জন জীবিত উদ্ধার
ভূমিকম্পের ১৩তম দিনে ‘অলৌকিকভাবে’ তুরস্কের উদ্ধারকারীরা তিনজনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত বের করে নিয়ে এসেছে। উদ্ধারকৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে। সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার কিছু অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে এখনো চলছে উদ্ধার অভিযান। খবর আল-জাজিারার।
তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির এক প্রতিবেদেন উদ্ধার করে নিয়ে আসার ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, অপেক্ষমান একটি অ্যাম্বুলেন্সের দিকে তাদের নিয়ে যাওয়া হয়।
গত কয়েক দিন ধরেই বিধ্বস্ত এলাকার ধ্বংসস্তূপ থেকে নানা বয়সী মানুষকে উদ্ধার করা হচ্ছে। এসব উদ্ধারকে অনেকেই অলৌকিক বলে আখ্যা দিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের ১২তম দিনে এসেও এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স ৪৫ বছর।
তাছাড়া দেশ দুইটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। এর মাঝে তুরস্কে ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫৮০০ মানুষের মৃত্যু হয়েছে।
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ এ ধ্বংসযজ্ঞের ক্ষত মুছতে আরও বহুদিন লেগে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ‘শতাব্দীর ভয়াবহতম’ এ ভূমিকম্পে মোট ৫০ হাজার ৫৭৬টি ভবন পুরোপুরি ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।