শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৪

জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ

জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ
অনলাইন ডেস্ক

জাপানের অত্যাধুনিক মডেলের একটি রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। দেশটির মহাকাশ সংস্থার ধারণা, রকেটে জ্বালানি প্রজ্বলন সংক্রান্ত সমস্যার কারণে উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এইচ-৩ নামের রকেটটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ প্রচেষ্টা চালানো হয়।

নতুন এ রকেটটি ২০০১ সালে প্রথম উৎক্ষেপণ করা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ-২ মডেলের রকেটের উত্তরসূরি।

এ বিষয়ে জেএএক্সএ মুখপাত্র নেবুয়শি ফুজিমুটো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বোঝা গেছে, আমরা তরল পদার্থ চালিত প্রধান ইঞ্জিনগুলো সফলভাবে জ্বালানোর পর কঠিন পদার্থ চালিত দুটি রকেট বুস্টার জ্বালাতে ব্যর্থ হয়েছি।

এরই মধ্যে রকেটির উৎক্ষেপণ নিয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, রকেটটি লঞ্চ প্যাডে স্থির হয়ে আছে।

রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার কারণ তদন্ত করে উৎক্ষেপণের নতুন তারিখ ঠিক করা হবে বলে জেএএক্সএ কর্তৃপক্ষ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়