শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০০

‘নজরদারি বেলুন’ নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বাইডেন

‘নজরদারি বেলুন’ নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বাইডেন
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা ‘নজরদারি বেলুন’ ও সেটি ভূপাতিত করার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জো বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা নতুন করে আরও একটি স্নায়ুযুদ্ধ চাইছি না।’ তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কখন এ বিষয়ে কথা বলবেন সেটি নিশ্চিত করেননি তিনি।

বেইজিং অভিযোগ তোলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বাইডেন আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলার আশা প্রকাশ করছি। আমি আশাবাদী যে আমরা একটি সম্মতিতে পৌঁছতে পারবো।’ তবে বেলুন ভূপাতিত করা নিয়ে দুঃখপ্রকাশ বা ক্ষমা চাইবেন না তিনি।

আলাদাভাবে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের চীনবিষয়ক শীর্ষ কর্মকর্তা, মাইকেল চেজ তাইওয়ান সফর করার পরিকল্পনা করছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে এ তথ্য। চেজ হবেন ২০১৯ সালের পর থেকে দ্বীপটি পরিদর্শনের শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের একজন।

চীন দ্বীপটিকে নিজের বলে দাবি করে আসছে। তাইওয়ানকে নিয়ে বাড়াবাড়ি করলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিও দেয় দেশটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়