শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৭

অবৈধ সম্পদ অর্জন: পি কে হালদারের পরবর্তী হাজিরা ২৮ মার্চ

অবৈধ সম্পদ অর্জন: পি কে হালদারের পরবর্তী হাজিরা ২৮ মার্চ
অনলাইন ডেস্ক

বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের দায়ে ভারতে গ্রেফতার পি কে হালদারসহ ছয়জনকে ২৮ মার্চ আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত।

১২ দিনের বিচার বিভাগীয় হেফাজত (জুডিশিয়াল কাস্টডি) শেষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অভিযুক্তদের আদালতে তোলা হয়। এসময় স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহা এ আদেশ দেন।

এদিন স্থানীয় সময় বেলা ১১টায় অভিযুক্তদের আদালতে আনা হয়। দুপুর ১টার দিকে তাদের স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হয়। এরপর উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিচারক মামলার পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।

যদিও শুক্রবার দুপুর তিনটায় পি কে হালদারের ভাই ও মামলার অন্যতম অভিযুক্ত প্রাণেশ কুমার হালদারের জামিন আবেদনের শুনানির সময় ধার্য করেছেন বিচারক। সেক্ষেত্রে অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকার প্রয়োজন নেই।

আজ মূলত প্রাণেশ কুমার হালদারের জামিন আবেদনের বিষয়ে শুনানি হয়। আদালতে প্রাণেশ কুমার হালদারের পক্ষে ছিলেন আইনজীবী মিলন মুখার্জি। তবে প্রাণেশের জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। দুপক্ষের শুনানি শেষে শুক্রবার এ বিষয়ে আরও শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক।

প্রাণেশ কুমার হালদারের আইনজীবী অভিজিৎ মান্না জানান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যা বলবে সবসময় তা সত্যি নাও হতে পারে। আমাদেরও তো কিছু বলার থাকতে পারে, আমরা তো এই প্রথম মুভ করেছি। ইডি যে সম্পত্তির কথা বলছে সেগুলি কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে- সবই আমরা আদালতে তুলে ধরবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়