প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৬
দুর্ঘটনার কবলে জুন মালিয়ার গাড়ি
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও অভিনেত্রী জুন মালিয়া। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনারকবলে পড়ে। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলবেরিয়ায়।
জানা গেছে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি হনুমান আচমকা চলে আসেন জুন মালিয়ার গাড়ির সামনে। গাড়ির চালক হনুমানটিকে বাঁচাতে গেলে গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারেন। ধাক্কার গতির তীব্রতায় ফেটে যায় গাড়ির দুটি চাকা। গাড়িটি ডিভাইডার টোপকে কলকাতামুখী রাস্তায় চলে আসে।
দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন অভিনেত্রী জুন মালিয়া। গাড়িটির ক্ষতি হলেও অভিনেত্রী সুরক্ষিত আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উলবেরিয়া থানার পুলিশ কর্মকর্তারা।
এই দুর্ঘটনার পরে জুন মালিয়া বলেন, গাড়ির অল্প ক্ষতি হয়েছে, আমরা সবাই নিরাপদেই রয়েছি।
গাড়িরচালক শিবেন্দ মালিয়া বলেন, বিধায়ক গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে ছিলেন। পিছনের আসনে সিকিউরিটি গার্ডেররা ছিলেন। আচমকা, রাস্তায় এই কাণ্ড ঘটে গেলো।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মেদিনীপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রশাসনিক সভা করার জন্যই বুধবার রওনা দিয়েছিলেন জুন মালিয়া। যাওয়ার পথেই এই দুর্ঘটনা।