প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩২
পশ্চিমবঙ্গে ভুয়া বিধায়ক আটক
পশ্চিমবঙ্গের বিধানসভায় বুধবার (১৬ জানুয়ারি) বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঠিক সেই সময় বিধায়ক পরিচয় দিয়ে বিধানসভায় ঢুকে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। জানতে পেরে বিধানসভার লবি থেকে তাকে আটক করে পুলিশ।
বাজেট পেশের দিনে রাজ্য বিধানসভায় ভুয়া বিধায়ক ধরা পড়ায় হইচই পড়ে যায় এদিন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি নিজেকে গজানন শর্মা বলে দাবি করছেন।
তবে এর আগে পশ্চিমবঙ্গে ভুয়া চিকিৎসক, ভুয়া সিবিআই কর্মকর্তা, ভুয়া আইপিএস অফিসার ধরা পড়লেও কিন্তু ভুয়া বিধায়ক ধরা পাড়ার নজির ছিল না। রাজ্য বাজেট অধিবেশনের দিনেই এই নজিরবিহীন ঘটনা ঘটলো।
জানা গেছে, বিধানসভার লবিতে ওই ব্যক্তি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। পরনে খয়রি রঙের ফুলপ্যান্ট, সাদা ফুল হাতা শার্ট, চোখে চশমা ছিল।
পুলিশের সন্দেহ হওয়ায় পরিচয় জানতে চাইলেই তিনি বলেন, আমি বিধায়ক। জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তার নাম গজনন শর্মা।
কখনো বলছেন আমাকে রাজ্যপাল সিভি আনন্দ বোস পাঠিয়েছেন, আমার কাছে বিধানসভায় ঢোকার অনুমতি রয়েছে। আপনারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন।
এই ঘটনার পর পুলিশ তদন্ত নেমে প্রাথমিক অনুমান, আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তার সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিচয়পত্র দেখতে চাওয়াই তিনি কিছুই দেখাতে পারেননি।
এই ঘটনার পর কলকাতার হেয়ার স্ট্রিট থানায় খবর দিলে সেখানকার পুলিশ দ্রুত বিধানসভায় পৌঁছে ওই ভুয়ো বিধায়ককে আটক করে।