রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩১

টুইটারের নতুন সিইও!

টুইটারের নতুন সিইও!
অনলাইন ডেস্ক

টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুঁজে পেয়েছেন ইলন মাস্ক। আর তার ছবি পোস্ট করে মসকরাও করেছেন এই ধনকুবের।

বিলিয়নিয়ার ইলন মাস্ক টুইটারের ‘নতুন সিইও-র কথা উল্লেখ করে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। এতে দেখা যায়, তার পোষা কুকুর ফ্লোকি সিইও’র আসনে বসে আছে।

শুধু তাই নয়, এই ‘কর্মকর্তা’ সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালের চেয়ে ভালো বলেও উল্লেখ করেন টেসলার মালিক ইলন মাস্ক।

২০২২ সালের অক্টোবরে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে বরখাস্ত হন পরাগ আগরওয়াল।

চার হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন বিশ্বের ধনকুবের ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পরপরই টুইটারের শীর্ষ নেতাদের বরখাস্ত করেন তিনি। এরপর টিমের সদস্যদের নিয়ে টুইটারের সফটওয়্যার কোডসহ অন্যান্য বিষয়ে অনুসন্ধান শুরু করেন। ভেঙে দেন পরিচালনা পর্ষদও।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়