শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৫

সড়ক থেকে বিয়ার লুট করার ভিডিও ভাইরাল

সড়ক থেকে বিয়ার লুট করার ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক

বিয়ার বোঝাই ট্রাক যাচ্ছিল সড়ক দিয়ে। দুর্ঘটনারকবলে পড়ে ট্রাকটি উল্টে যায়। ফলে ট্রাকে থাকা বিয়ার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এরপর সেখান থেকে অনেককে বিয়ার লুট করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে চিলির সান্তিয়াগোতে।

এরই মধ্যে এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়েছে। টুইটারে ভিডিওটি শেয়ার করেছে বিবিসি। ক্যাপশনে লেখা হয়েছে, চিলিতে ট্রাক উল্টো যাওয়ার পর ছড়িয়ে পড়া বিয়ার লুট করছে মানুষ।

ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত রাস্তার চারদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য বিয়ারের বোতল। এ সময় অনেককেই বিয়ার নিয়ে যেতে দেখা যায়। বিশেষ করে ওই পথ দিয়ে যারা যাচ্ছিলেন তারা।

পুলিশ কর্মকর্তা জর্জ গনজেলজ বলেন, দুর্ঘনার কারণে ট্রাকটি উল্টে যায়। এসময় এটিতে ১৮ টন বিয়ার ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়