প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯
বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে ১৮০০ জন গ্রেফতার
বাল্যবিবাহ মেনে নেওয়া হবে না। যারা এই আইন ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই হুঁশিয়ারির পরই রাজ্যজুড়ে বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে ১৮০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রী আসাম পুলিশকে এ বিষয়ে ক্ষমতা দেওয়ার পরই রাজ্যজুড়ে অভিযানে নামে তারা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, পনেরো দিনেরও কম সময়ে রাজ্যজুড়ে চার হাজারেরও বেশি বাল্যবিবাহের অভিযোগ দায়ের হয়েছে। যার তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শুক্রবার (৩ ফেব্রুয়ারি থেকেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে ১৮০০ জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে একটি টুইটও করেছেন। তিনি লিখেছেন, বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে রাজ্য জুড়ে ধরপাকড়ের কাজ চলছে। ১৮০০ জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশকে বলেছি, এ বিষয়ে যেন অভিযুক্তদের কোনো রকম ছাড় না দেওয়া হয়। এই কাজ ক্ষমার যোগ্য নয়।
১৪ বছর বয়সের নীচে কোনো মেয়েকে বিয়ে করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আবার যে পুরুষরা ১৪-১৮ বছর বয়সী মেয়েদের বিয়ে করবে, তাদের বিরুদ্ধে ২০০৬-এর বাল্যবিবাহ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে।
শুধু তাই-ই নয়, এই বিবাহের সঙ্গে যে সব ধর্মগুরু বা পুরোহিত যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।