প্রকাশ : ১৫ মে ২০২২, ১৮:১৯
ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা
বিজেপির রাজ্য ইউনিটের অন্তর্দ্বন্দ্বের মধ্যে বিপ্লব কুমার দেবের পদত্যাগের একদিন পর ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মানিক সাহা।
ভারতীয় গণমাধ্যম জানায়, চিকিৎসক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মানিক সাহা রবিবার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
বিপ্লব দেব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে শনিবার বিকেলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। বিপ্লব দেবের বিরুদ্ধে দলীয় স্তরে বহু অভিযোগ আসায় কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে পদত্যাগের নির্দেশ দেয়। তাঁর পদত্যাগের পর রাজ্য বিজেপির সংসদীয় দলের বৈঠক বসে। সেখানে মানিক সাহাকে ত্রিপুরার ১১তম মুখ্যমন্ত্রী নিয়োগের সুপারিশ করে। মানিক সাহার বয়স ৬৯ বছর।
এদিকে, মানিক সাহা সংসদীয় কমিটির নেতা নির্বাচিত হওয়ার পরপরই মুখ্যমন্ত্রী হিসেবে তার নিয়োগের প্রতিবাদ জানিয়ে সভাস্থলে চেয়ার ভাঙচুর করেন মন্ত্রী রাম প্রসাদ পাল।
আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচনে ৬৯ বছর বয়সী ডেন্টাল সার্জারির অধ্যাপক মানিক সাহা ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপির নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।
২০২০ সালে বিজেপির রাজ্য ইউনিটের সভাপতি নিযুক্ত হওয়া মানিক সাহা গতকাল দলের সংসদীয় কমিটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
২০১৬ সালে কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন মানিক সাহা। রাজ্য বিধানসভা নির্বাচনে যাওয়ার আগে তাকে ২০১৮ সালে দলের সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছিল, যেখানে জাফরান দল সিপিআই(এম)-কে পরাজিত করেছিল।